Drama: abar Tora Shaheb Ho
Cast: Mamunur Rashid, Iresh Zaker, Azmeri Asha
Director: Saraf Ahmed Jibon
Music & Singer: Emon Chowdhory
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।।
হো, আমি তোমার ইচ্ছে ঘুড়ি
যেমন উড়াও তেমন উড়ি,
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি।
হো, আমি তোমার ইচ্ছে ঘুড়ি
যেমন উড়াও তেমন উড়ি,
স্বপ্নগুলো মুঠোয় নিয়ে
কেমন লুকোচুরি।
বন্দিকরে রাখব তোমায় ভালোবাসার জেলখানায়
বন্দিকরে রাখব তোমায় ভালোবাসার জেলখানায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়।
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
আমার প্রান ধরিয়া মারো টান মনটা করে আনচান,
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়